Breaking







Sunday, March 22, 2020

Railway Group D Bengali Practice Set Part-7 PDF

 Railway Group D Bengali Practice Set Part-7 PDF

Railway Group D Bengali Practice Set Part-7 PDF Download
Railway Group D Bengali Practice Set
Hello Aspirants,
আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতির জন্য Railway Group D Bengali Practice Set Part 7 PDFটি আপনাদের সুবিধার্থে বাংলা ভার্সনে ও বিনামূল্যে প্রদান করা হচ্ছে,যেটিতে Railway Group D Syllabus অনুযায়ী জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সাইন্স, রিজনিং এবং গণিত থেকে মোট ১০০টি MCQ প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্র দেওয়া হলো , যাতে করে খুব সহজেই নিজেকে যাচাই করে নিতে পারবেন | অন্যান্য পরীক্ষার মতই এই পরীক্ষার জন্যেও বেশ ভালোরকম প্র্যাকটিস করতে হয় |

             তাই দেরী না করে Railway Group D Bengali Practice Set Part-7 PDFটি  Download করে নিয়ে অফলাইনে পড়াশোনা করতে থাকুন |

Railway Group D Bengali Practice Set Part-7-এর নমুনা প্রশ্ন::

∎ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট –
[a] আবদুল্লা শাহিদ 
[b] শি চিনফিং
[c] মহম্মদ সলি 
[d] মহম্মদ জামিন

∎ সম্প্রতি ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে তুয়ালপুই গ্রামে। গ্রামটি কোথায় অবস্থিত?
[a] নেপাল 
[b] মিজোরাম
[c] ত্রিপুরা 
[d] মধ্যপ্রদেশ

∎ ইথিওপিয়ার পরিবহণ মন্ত্রীর নাম –
[a] আজিনা মহবুব
[b] দাগমাভিত মোজেস
[c] মহম্মদ শামিম 
[d] কৈলাস রিওজানা

∎ প্যাকিং ফয়েল তৈরিতে ব্যবহৃত হয় –
[a] Cu 
[b] Sn
[c] Zn 
[d] AL

∎ কোনটি প্রথম শ্রেণীর খাদক?
[a] সাপ 
[b] ঘাস
[c] ফড়িং 
[d] ব্যাঙ

∎ ফড়িং-এর শ্বাস অঙ্গ হল –
[a] শ্বাসনালী 
[b] ফুসফুস
[c] ট্রাকিয়া 
[d] ফুলকা

∎ কোন খনিজের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় ?
[a]ম্যাগনেসিয়াম 
[b]ফসফরাস
[c]সোডিয়াম 
[d]ক্যালসিয়াম

∎ কোনটি বেমানান সংখ্যা
4,49,100,13,25,64
[a] 49
[b] 4
[c] 100
[d] 13

∎ কোনটি বেমানান শব্দ
রামচরিত মানস, গীতগোবিন্দম, রামায়ণ, পঞ্চরত্ন, শিশুপালবধ, দশকুমারচরিত
[a] পঞ্চরত্ন
[b] রামচরিত মানস
[c] রামায়ণ
[d] গীতগোবিন্দম

∎ ধ্বনিতত্ত্ব : PHONOLOGY :: শব্দতত্ত্ব : _______
[a] SYNTAX
[b] SEMANTICS
[c] MORPHOLOGY
[d] WORD THEORY

∎ AbCDeF :_________
[a] mNOPQR 
[b] mnOpqr
[c] MnOPqR 
[d] MNOpqr

∎ (x-4) ও (x+6)-এর মধ্য সমানুপাতি  x, x-এর মান কত?
[a] 10
[b] 11
[c] 12
[d] 6x

∎ পিতার বয়স বর্তমানে পুত্রের বয়সের 4 গুন | 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুন ছিল | বর্তমানে পুত্রের বয়স কত?
[a] 16 বছর
[b] 8 বছর
[c] 13 বছর
[d] 27 বছর

∎ একটি পরীক্ষায় শতকরা 20 জন ফেল করেছে |যদি মোট 400 জন পাশ করে থাকে তবে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল ?
[a] 440 জন
[b] 516 জন
[c] 500 জন
[d] 444 জন

∎ A:B=3:4, B:C=6, A:B:C-এর মান কত?
[a] 9:12:20
[b] 9:12:10
[c] 1:2:3
[d] 4:5:6


File Details::
File Name: Railway Group D Bengali Practice Set
File Format: PDF
No. of Pages:10
File Size: 5.88 MB

3 comments:

Dont Leave Any Spam Link