ভারতীয় সংবিধানের প্রস্তাবনা
![]() |
ভারতের সংবিধানের প্রস্তাবনা |
ভারতের সংবিধানের প্রস্তাবনা
“আমরা, ভারতের জনগণ, সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র (SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC) রূপে গড়ে তুলতে এবং দেশের সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার (JUSTICE); চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা (LIBERTY); মর্যাদা ও সুযােগসুবিধার ক্ষেত্রে সাম্য (EQUALITY) ভােগ করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা, জাতিগত ঐক্য ও সংহতি (Unity and Integrity of the Nation)-র নিশ্চয়তা সাধন করার উদ্দেশ্যে ভ্রাতৃত্ববােধ (FRATERNITY)-এর প্রসারকল্পে, আজ 1949 সালের 26 নভেম্বর আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি”প্রস্তাবনায় উল্লিখিত ‘আমরা, ভারতের জনগণ...' (We, the people of India) বলতে বােঝানাে হয়েছে যে, ভারতের সংবিধান রচনার আইনগত এবং নৈতিক ভিত্তি হল ভারতবর্ষের জনগণ| এই অর্থে জনগণই হল দেশের সংবিধানের মূল উৎস ও চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী।
Jadi maharastra train accident ta Report hisabe pale valo hobe
ReplyDelete