General Science in Bengali PDF for Competitive Exam-সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর :
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি গুরুত্বপূর্ণ General Science in Bengali PDF | কারণ আপনারা সবাই জানেন বিভিন্ন Competitve Exam যেমন- WBCS,CGL,Food SI,PSC,SSC,Railway Group d এবং অন্যান্য সমতুল্য পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে | সুতরাং নিজেদের প্রস্তুতির মাত্রা বৃদ্ধি পিডিএফটি ডাউনলোড করে নিন
উ: ৩২ জোড়া
2.কোন প্রাণীতে সবচেয়ে বেশি ডিপ্লয়েড ক্রোমোজম থাকে?
উ: চিংড়ি
3. তেল ও চর্বির মধ্যে মুক্ত অবস্থায় কার্বন কী রূপে থাকে?
উ: গ্লিসারাইড রূপে
4.শুন্য ডিগ্রি উষ্ণতায় কোন পদার্থের দ্রাব্যতা ৩৫.৭ ?
উ: সোডিয়াম ক্লোরাইড
4.আলোর পরিমানের একক কী?
উ: ল্যাক্স
5.প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ কে আবিস্কার করেন?
উ: অ্যালমন ব্রাউন স্ট্রওজার
6.প্রথম মাইক্রোওয়েভ সঞ্চালন ব্যবস্থা কোন বছর শুরু হয়?
উ: ১৯৩৩ সালে
7.কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ 'স্পুটনিক-১' মহাকাশে পাঠায়?
উ: সোভিয়েত রাশিয়া
8.'ভিটামিন' কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন?
উ: ক্যাসিমির ফ্রাঙ্ক (১৯১২ সালে)
9.ভিটামিন B-কমপ্লেক্সে কয়টি ভিটামিন থাকে?
উ: প্রায় ১৪টি
10.ভিটামিন B1-এর রাসায়নিক নাম কী?
উ: থায়ামিন
11.ভিটামিন B2-এর রাসায়নিক নাম কী?
উ: রাইবোফ্ল্যাভিন
12.ভিটামিন C-এর রাসায়নিক নাম কী?
উ: অ্যাসকরবিক অ্যাসিড
13.লালারসের প্রধান উত্সেচকের নাম কী?
উ: টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ
14.পাকস্থলী রসের প্রধান উত্সেচক কোনটি?
উ: পেপসিন
15.কোন পরিপাক রসে উত্সেচক থাকে না?
উ: যকৃত নিঃসৃত পিত্তরসে
16.ক্ষুদ্রান্তের গায়ে থাকা গ্রন্থি নিঃসৃত খাদ্য পরিপাককারী আন্ত্রিক রসকে কী বলে?
উ: সাক্কাস এন্টেরিকাস
17.বিশ্ব জৈব জ্বালানি দিবস কত তারিখে পালিত হয়?
উ: ১০ই আগস্ট
18.'ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম'-এর জনক হিসাবে কে পরিচিত?
উ: বিক্রম আম্বালাল সারাভাই
19.লেজার প্রিন্টারে কোন ধরনের লেজার ব্যবহার করা হয়?
উ: সেমিকন্ডাক্টার লেজার
20.গত এক দশকে মোট কত প্রজাতির পাখিকে লুপ্ত বলে ঘোষণা করা হয়েছে?
উ: ৮
21.আন্তর্জাতিক রেডিওলজি দিবস কত তারিখে পালিত হয়?
উ: ৮ই নভেম্বর
22.'প্রোটোজোয়া ' শব্দটি কে প্রথম প্রচলন করেন?
উ: জার্মান বিজ্ঞানী জর্জ আগস্ট গোল্ডফাস (১৮২২ সালে)
23.মাছ থেকে শতকরা কত প্রোটিন পাওয়া যায়?
উ: ৭৫%
24.মানুষের শরীরে কয়টি হাড় থাকে?
উ: ২০৬টি
25.মানুষের করোটিতে কয়টি হাড় থাকে?
উ: ২৯টি
26.মানুষের মেরুদন্ডে মোট কয়টি কশেরুকা থাকে?
উ: ২৬টি
27.ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়?
উ: টাংস্টেন
28.পারমানবিক শক্তি উত্পাদনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়?
উ: ইউরেনিয়াম
29.জেট বিমানে কোন জ্বালানি ব্যবহার করা হয়?
উ: কেরোসিন
30.কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
উ: ভিটামিন-B
31.বর্ণালীর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম?
উ: বেগুনি
32.কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরী হয়?
উ: পাইন
33.হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
উ: বাতাসের আপেক্ষিক আদ্রতা
34.গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়?
উ: দস্তার
35.কোন রোগ নিরাময়ে রেসারপিন ব্যবহৃত হয়?
উ: উচ্চরক্তচাপ
36.কোন রোগের চিকিত্সায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়?
উ: কিডনি সংক্রান্ত রোগে
37.কোন স্তন্যপায়ী ডিম পাড়ে?
উ: হংসচঞ্চু
38.টোফু কী থেকে তৈরী হয়?
উ: সয়াবিনের দুধের দই থেকে
39.পাচক রসে উপস্থিত অ্যাসিডটির নাম কী?
উ: হাইড্রোক্লোরিক অ্যাসিড
40.কোন যন্ত্র দিয়ে দুটি বস্তুর মধ্যবর্তী কৌনিক দুরত্ব পরিমাপ করা হয়?
উ: সেক্সট্যান্ট
File Details:
File Name: 40 General Science
File Format: PDF
File Size: 3.45 MB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link