Breaking







Friday, September 27, 2019

Indian Constitution MCQ Part-3 Bengali PDF | ভারতের সংবিধান প্রশ্ন উত্তর

Indian Constitution MCQ Part-3 Bengali PDF | ভারতের সংবিধান প্রশ্ন উত্তর :

Indian Constitution MCQ Part-3 Bengali PDF Free Dowdnload | ভারতের সংবিধান প্রশ্ন উত্তর
ভারতের সংবিধান প্রশ্ন উত্তর 
নমস্কার বন্ধুরা,
WBCS, WBPসহ বিভিন্ন পরীক্ষায় আসার মতো Indian Constitution MCQ Part-3 Bengali PDF Free Dowdnload | ভারতের সংবিধান প্রশ্ন উত্তর পিডিএফটি আপনাদের প্রস্তুতির সুবিধার্থে বাংলা ভার্সনে দেওয়া হলো , যেটিতে ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন এবং সাথে উত্তরও দেওয়া হলো | তাছাড়া এটিতে সংবিধানের সমস্ত দিক  থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করা হয়েছে | আগ্রহী পরীক্ষার্থীরা নিজেকে আরো একটু প্রস্তুত করতে এই পিডিএফটি নিজেদের সংগ্রহে রাখুন |

               সুতরাং Indian Constitution MCQ Part-3 Bengali PDF Free Dowdnload করে নিন এবং চাকরীর পরীক্ষা Crack করুন বার বার খুব সহজে |

কিছু নমুনা সংবিধান প্রশ্ন-উত্তর::

∎ ভারতীয় গণপরিষদের চিহ্ন কী?
(a) হাতি ✓
(b) গন্ডার
(c) বাঘ
(d) পদ্ম

∎ কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?
(a) রামোজি রাও
(b) বি. আর. আম্বেদকর ✓
(c) জওহরলাল নেহেরু
(d) গান্ধীজি

∎ সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে?
(a) তিনটি
(b) চারটি
(c) পাঁচটি
(d) ছয়টি ✓

∎ ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য নুন্যতম কত বয়স প্রয়োজন?
(a) ২৫ বছর
(b) ৩০ বছর
(c) ৩৫ বছর ✓
(d) ৪০ বছর

∎ কততম সংবিধান সংশোধন অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মানতে বাধ্য থাকেন?
(a) ৪০তম
(b) ৪১তম
(c) ৪২তম ✓
(d) ৪৪তম

∎ বছরে অন্তত কতবার লোকসভার অধিবেশন ডাকতে হয়?
(a) একবার
(b) দুইবার ✓
(c) তিনবার
(d) চারবার


File Details::
File Name:: Indian Constitution MCQ-3
File Format: PDF
No. of Pages: 5
File Size: 3.00 MB

Click Here to Download

1 comment:

Dont Leave Any Spam Link